সহজ বাংলা বানান এর ৪০টি নিয়ম + ৫০০ বহুব্যবহৃত ও প্রয়োজনীয় শব্দের শুদ্ধ বানান সাথে অশুদ্ধ বা বর্জনীয় বানান ...
বাংলা বানানের শুদ্ধতা নিয়ে আমাদের আশংকার শেষ নেই। অনেকেই মনে করে থাকেন শুদ্ধ বানানে বাংলা লেখা হয়তো অসম্ভবপর ব্যাপার। কয়জন অভিমত ব্যক্ত করে থাকেন বাংলা বানান নাকি ভীষণ কঠিন, এসব বানান আয়ত্তে আনা নাকি অতিশয় শক্ত কাজ। ইংরেজি ভাষা নাকি তাদের কাছে পানির মতো সোজা। কথাগুলো কী আসলেই সঠিক? মোটেও না। বাংলা বানানের নিয়ম কানুন নিয়ে আমাদের মাঝে রয়েছে অযথা নানা প্রকারের বিড়ম্বনা। তবে আমার ধারণা অবহেলা করে আমরা অশুদ্ধ বানান নিজের মাতৃভাষাকে লিখে থাকি পরে যখন জানতে পারি তখন লজ্জায় মাথা হেট হয়ে যায় এবং মনে মনে ভাবতে থাকি বাংলা ভাষা খুব কঠিন ভাষা। আসলে ছোট বেলা থেকে মাতৃভাষাকে শুদ্ধরূপে লেখার অভ্যাস গড়ে তুলতে পারলে এমনটি হওয়ার কথা নয়। তাই ‘সহজ বাংলা বানান’ নামক এ ই-বুক প্রকাশের মূল উদ্দেশ্য :
১. সহজভাবে নির্ভুল বানান শেখনো।
২. বাক্য ও শব্দে ভুল প্রয়োগ শনাক্ত করে শুদ্ধভাবে ভাষা ব্যবহার করা।
প্রকৃতপক্ষে নিজের মাতৃভাষাকে শুদ্ধভাবে লিখতে বা প্রকাশ করতে হলে তা সঠিকভাবে চর্চা করা অত্যাবশ্যক। মায়ের ভাষাকে ভক্তি শ্রদ্ধা করতে হলে সবার আগে দরকার এ ভাষাকে শুদ্ধভাবে বলা ও লেখার অভ্যাস গড়ে তোলা।